বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার রতনপুর ৬নং ওয়ার্ড নাটুয়ারবেড় মল্লিক পাড়ায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনীয় অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্বাচনীয় অফিস উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল হোসেন খোকন। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে সকলে মিলে নৌকার পক্ষে কাজ করবেন এবং নৌকাকে বিজয়ী করে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রি, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, ওয়ার্ড আ’লীগের ক্রীড়া সম্পাদক আবু তাহের কাজল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসি।