কয়রা প্রতিনিধি ॥ কয়রায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক সম্মেলন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেছেন, শিক্ষক হলো সমাজকে বদলে দেওয়ার অন্যতম কারিগর। সমাজ তথা জাতি গঠনে শিক্ষকদের ভুমিকা অপরিহার্য। শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক। মানুষ গড়ার দক্ষ কারিগর। একমাত্র শিক্ষার মাধ্যমে গড়ে উঠতে পারে দায়িত্বশীল সুনাগরিক, উন্নত দেশ ও মর্যাদাশীল জাতি। শিক্ষাই জাতির মেরুদন্ড ও শিক্ষকেরা হলেন এই মেরুদন্ড গড়ার কারিগর। শিক্ষা আলোকিত সমাজ বিনির্মাণের হাতিয়ার। আর শিক্ষক হলো তার সুনিপন কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনভাবেই সম্ভব নয়। তেমনি একজন শিক্ষকের কিছু কাজ ও দায়বদ্ধতা আছে। এ কাজ ও দায়বদ্ধতা সহকর্মীদের কাছে, সমাজের কাছে, দেশ ও জাতির কাছে। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে । শিক্ষক শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখান। মানবিক বিপর্যয় বা বৈশি^ক, অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক অর্তনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে শিক্ষকরা অবিরাম ভূমিকা রেখে চলেছেন। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। তিনি আরও বলেন, সমাজতান্ত্রিক সোভিয়েতের প্রথম শিক্ষামন্ত্রী লুনাচারস্কি বলেছিলেন, শিক্ষক হলেন এমন ব্যাক্তি যিনি নতুন প্রজন্মের কাছে যুগ-যুগান্তরে সঞ্চিত যাবতীয় মূল্যবান সাফল্য হস্তান্তরিত করবেন, কিন্তু কুসংস্কার , দোষ ও অশুভকে তাদের হাতে তুলে দেবেন না। এঁটাই হলো শিক্ষকদের গুরুত্বের মাপকাঠি। মনে রাখা প্রয়োজন, শুধু তাদের দিয়েই আমরা সুস্ত কুঁড়িগুলোকে লালন করতে পারি। আমেরিকার ইতিহাসবিদ হেনরি এডামস শিক্ষকের গুরুত্ব সর্ম্পাকে বলেছেন, একজন শিক্ষক সামগ্রকিভাবে প্রভাব ফেলেন, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। দার্শনিক বার্ট্রান্ড রাসেল এ বিষয়ে বলেছেন শিক্ষক সমাজ হচ্ছেন প্রকৃতই সমাজ ও সভ্যতার বিবেক। তাই তো শিক্ষকদের বলা হয় সমাজ নির্মানের স্থপতি। মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের অ নেক ভূমিকা রয়েছে। শিক্ষকরাই পারেন একটি সমাজকে মাদকমুক্ত করতে। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা অর্জনের জন্য সব সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সরকার শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে তাদের সর্বাধিক মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। কারন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। বর্তমান সরকার শিক্ষকদের বেতনভাতা বৃদ্দিসহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে শিক্ষকদের সর্বচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তাই আজ এই শিক্ষক সম্মেলনে প্রত্যেক শিক্ষকের ব্রত হোক জাতি গঠনে নিজেদের মেধা-মনন ও সৃজনশীলতাকে সঠিকভাবে প্রয়োগ করা। যাতে করে একটি আলোকিত বুদ্ধিবৃত্তিক সৃজনজনশীল জাতি গঠন নিশ্চিত করতে পারে। গতকাল বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন রায়, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল সহ উপজেলার কলেজ, হাইস্কুল, মাদ্রসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল হাইস্কুলের শিক্ষক সহ ৬ শত ৫৯ জন শিক্ষক অংশ গ্রহন করেন।