বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম কওমী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অবিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দীন গাজীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, প্রধান শিক্ষক সালিম আহমেদ, আলহাজ্ব আঃ গফুর ঢালী, আলহাজ্ব গয়জুদ্দীন গাজী, রজব আলী, ডাঃ আবু সাঈদ, ডাঃ মফিজুল ইসলাম, আশরাফুজ্জামান, ডাঃ এস কে রাজা প্রমুখ। সমাবেশে মাদ্রাসার প্লে গ্রুপ হতে ৮ম শ্রেণি, কিতাব বিভাগ ৪র্থ হতে ৮ম শ্রেণি এবং হেফজ ও নাজারা শাখার ৩ শতাধিক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সবশেষে ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।