কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার সংলগ্নে ইট ভর্তি ট্রলির ধাক্কায় এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ০৮ টার দিকে শ্যামনগর থেকে আসা ইট ভর্তি ট্রলির চাপায় গোবিন্দপুর গ্রামের মইফুল (মফু পাগল) এর মৃত্যু হয়েছে। এব্যাপারে তার পরিবার থেকে জুবায়ের হোসেন জানান, রবিবার সকাল ০৮ টার দিকে গোবিন্দপুর বাজার মোড়ে ইট ভর্তি ট্রলির চাপায় আমার ফুপা মইফুল (প্রতিবন্ধী মফু পাগল) কে গুরতর অসুস্থ্য অবস্থায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয় ওখানে অবস্থার অবনতি হলে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার বিকাল ৩ টার দিকে তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ সাতক্ষীরা মর্গে আছে।