কেশবপুর ব্যুরো ॥ কেশবপুরে কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের আয়োজনে বড়দিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ ডিসেম্বর দিনব্যাপী কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ বালিয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু। আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম ও অধ্যাপক মছিহুর রহমান। বক্তব্য রাখেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি যাবেষ বিশ্বাস, সাধারণ সম্পাদক শংকর দাস, সদস্য শমুয়েল বিশ্বাস প্রমুখ।