আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা টু উজিরপুর ব্যস্ততম কার্পেটিং সড়কের মধ্যে গাছের খুঁটি পুঁতে যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বুধহাটা টু উজিরপুর সড়কের বুধহাটা বাজারের সন্নিকটে সরেজমিন ঘুরে এর সত্যতা পাওয়া গেছে। সড়কের মধ্যে গাছের খুঁটি পুঁতে রাখায় জনভোগান্তির পাশাপাশি যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় দূর্ঘটনা। ব্যস্ততম সড়কে খুঁটি পুঁতে রাখার সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র খুঁটি উঠিয়ে দিতে বা মালবাহী গাড়ি প্রতি চাঁদা দাবি করছে বলে অভিযোগ তুলতে দেখা গেছে। এদিকে ব্যস্ততম সড়কটিতে খুঁটি পুঁতে মালবাহী গাড়ী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিপাকে পড়েছে সড়ক সংলগ্ন নির্মান সামগ্রী আনায়নকারী সাধারন জনগন সহ সড়কের পাশে অবস্থিত একাধিক ইটভাটা ও সারের গোডাউন মালিক। ব্যস্ততম এলজিইডি সড়কে গাছের খুঁটি পুঁতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি নিয়ে বিভিন্ন প্রকারের একাধিক চালকের সাথে কথা বললে তারা প্রতিবেদককে জানান, রাস্তা তৈরী হয় গাড়ী চলাচলের জন্য কিন্তু গাড়িই যদি চলাচল করতে না পারে তাহলে রাস্তা তৈরীর কি দরকার? তাছাড়া এতে যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় দূর্ঘটনা। তাছাড়া খুঁটিটি দেয়ার কারনে বুধহাটা টু শোভনালী ৬কিঃ মিঃ পথ যেতে ঘুরতে হয় প্রায় ১৮ কিঃ মিঃ পথ। এবিষয়ে উপজেলা এলজিইডি ইঞ্জিঃ নাজিমুল হকের সাথে কথা হলে তিনি জানান, কয়েক মাস পূর্বে যখন সড়কটির মেরামত কাজ চলছিল তখন সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য খুঁটিটি দেয়া হয়েছিলো, মেরামত কাজ শেষ হতেই খুঁটি টি পুনরায় তুলে ফেলা হয়েছিল। কিন্তু এখন যে খুঁটি পুঁতে রাখা আছে ওটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বসিয়েছে হয়তো। তিনি আরো জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলে খুঁটি টি তোলার ব্যবস্থা করা হবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যস্ততম সড়কের মধ্য থেকে খুঁটি অপসারণ পূর্বক যানবাহন চলাচলে সুব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।