বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে আশাশুনি ও পাইকগাছা উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আশাশুনি অফিসার্স ক্লাবের আয়োজনে টসে জিতে আশাশুনি উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট হাতে মাঠে নামেন। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে। জবাবে পাইকগাছা উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ ১৯.১ ওভারে ১৪১ রান তুলে অল আউট হয়। খেলায় আম্পায়ার ছিলেন দিপন কুমার মন্ডল ও ফারুক হোসোন। ধারাভাষ্যে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও আশরাফ হোসেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের অধিনায়কের হাতে এবং সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।