আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার একমাত্র ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কেজি স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবিসি কেজি স্কুলের প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সভাপতিত্বে মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সহ-সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। শিক্ষক আছাফুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদেম হোসেন, সাংবাদিক শেখ বাদশা, শিক্ষক সুব্রত দাশ, অভিভাবক কামনার নাহার প্রমূখ। মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।