পাটকেলঘাটা প্রতিনিধি: মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন। নির্বাচন নিয়ে তিনি পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান হামিদুল ইসলামের পরিচালনায় আগামী ০৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময়কালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইসলাম বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে তিনি নির্বাচিত হয়ে তালা-কলারোয়ার সকল পেশা শ্রেণীর মানুষের সেবা করার সুযোগ পাবেন। দল মত নির্বিশেষে সকলকে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটারাধিকার প্রয়োগ করার জন্য আহবান করেন। স্মার্ট তালা-কলারোয়া গড়ার লক্ষে তিনি জনগনকে ট্রাক মার্কায় মহামুল্যবান ভোট প্রদান করার জন্য আহবান জানান। নির্বাচিত হলে অবহেলিত তালা, পাটকেলঘাটা ও কলারোয়ায় তিন থানা এলাকায় ৩টা আধুনিক মানের মিনি ষ্টেডিয়াম, তালাতে পৌরসভা, কলারোয়ায় আধুনিক পৌরসভার অবকাঠমো তেরী, পাটকেলঘাটাকে উপজেলায় রুপান্তর, তালা কলারোয়ার সকল রাস্তাঘার্ট উন্নয়ণ, শিক্ষিত বেকার ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা, মাদক, সন্ত্রাসী মুক্ত করতে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য বলেন। এসময় তিনি আরো বলেন, তিনি ২৩ বছর তালা উপজেলা আ’লীগের সভাপতি ১২ বছর সাধারন সম্পাদক ছিলেন সু-দীর্ঘ ৪৫ বছর তার রাজনীতি জীবন এর ভিতরে ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিক নিয়েও জোটগত নির্বাচনে উপরি মহলের নির্দেশনায় নির্বাচন করা হয়নি। এবার তেমনটি হওয়ার সুযোগ নেই, এবার জনগনের সুখে দুঃখে পাশে থাকা প্রতিনিধিকে বেছে নিতে ভূল করেবন না। আমি সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক মানুষ, তালা কলারোয়া বাসীর সুখ দুঃখে দীর্ঘ সময় ধরে পাশে আছি এবং থাকবো এজন্য আগামী নির্বাচনে তালা কলারোয়ার জনগণ আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আশা করি। মতবিনিময়কালে পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে তাদের মুল্যবান ভোটটি কামনা করেন।