আটুলিয়া প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার আটুলিয়া বিড়ালক্ষ্মী মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার নিজস্ব হলরুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, অত্র মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারী ও গণমান্যব্যক্তিবর্গের উপস্থিতিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল মাজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, অত্র মাদ্রাসার সুপার মাওঃ একরামুল কবির, ইঞ্জিনিয়ার শামীম লুৎফুল জব্বার, আব্দুল মান্নান, আকবর সানা, মুকুল সানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ আব্দুল মান্নান।