মৌতলা, কালিগঞ্জ প্রতিনিধি ॥ সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতীকের প্রার্থী সাবেক (এম পি) এইচ এম গোলাম রেজার নির্বচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে বিএন এম এর নির্বাচন পরিচালনা কমিটির মৌতলা ইউনিয়ন পরিচালক আলহাজ্ব মাওঃ মশিউর রহমান বাবুর সভাপতিত্বে ও হাফেজ আব্দুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশোলী ইউনুচ আলী, অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ, প্রকৌশলী হুসাইন আহম্মেদ মায়াজ,এ্যাডঃ মুনছুর রহমান,প্রভাষক অভিষেক কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল হাকিম, বি এন এম নেতা রবিউল ইসলাম জোয়ার্দ্দার, আ’লীগ নেতা আব্দুল লতিফ, মৌতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ খোরশেদ আলম, কৃষ্ণনগর ইউনিয়ন নির্বাচন পরিচালক যুবনেতা মিজানুর রহুমান মিজান,নুরনগর ইউনিয়ন নির্বাচন পরিচালকআবু ইছা, বিষ্ণুপুর ইউনিয়নের নির্বাচন পরিচালক ইউপি সদস্য আব্দুল কাদের,মৌতলা ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম,জি এম আকবর আলী, প্রাক্তন মেম্বর শেখ আব্দুল্লাহ মাহমুদ,ব্যবসায়ী নেতা শেখ মাহাবুবর রহমান সুমন প্রমুখ। প্রধান অতিথি নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা বলেন আপনাদের ভোটে হুইপ নির্বাচিত হয়ে শ্যামনগর কালিগঞ্জ নয় গোটা দক্ষিন জনপদের উন্নয়নে জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রেখেছি। মৌতলায় শিমু রেজা এম পি কলেজ, শ্যামনগর কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থাপন করেছি। আগামীতে সুন্দরবন পর্যটন কেন্দ্র, মুন্সীগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপন সহ শ্যামনগর কালিগঞ্জ কে উন্নয়নের রোল মডেল করতে চাই। জনসভা শেষে প্রধান অতিথি এইচ এম গোলাম রেজা ,মৌতলা ও পানিয়ায় দুটি নির্বাচিনী অফিস উদ্বোধন করেন।