কাশিমাড়ী প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় দিকে অত্র স্কুল প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণনী অনুষ্ঠিত হয়। উক্ত ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলী আফসার। এসময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের দিকে খেয়াল নিতে হবে। জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক (শিক্ষক) মোঃ আবদুল ওহাবের পরিচালনায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল মোঃ গোলাম সরয়ার, পিটিএ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম রাজাগুলাবার, শিরিন নাহার জোনাকি, আরো উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সদস্য বাবু নিরাপদ,অত্র স্কুলের উপদেষ্টা হাফেজ কামরুজ্জামান, মোঃ নুরুজ্জামান, হাফিজুর রহমান সহ সকল অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ। স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। পাশের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ সকল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র স্কুলের পরিচালক (শিক্ষক) মোঃ আব্দুল ওহাব।