বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে গ্রাম পুলিশদের দিকনির্দেশনা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়কালে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের পেশাগত দক্ষতা অর্জনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় সকল গ্রাম পুলিশদের নির্বাচনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ব স্ব ভোটকেন্দ্রে উপস্থিত থাকা ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে জানানোর জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও প্রত্যেক ইউনিয়ন থেকে ৩জন গ্রাম পুলিশকে যেকোনো মুহূর্তে উপজেলা প্রশাসনের সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা ও কাজের ব্যাপারে পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানসহ ১১ ইউনিয়নের গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।