শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয় থেকে ১৭টি ল্যাপটপসহ সরঞ্জামাদি চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এ থাকা ১৭টি ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় সংঘবন্ধ চোরের দল বিদ্যালয়ের তিনতলায় অবস্থিত পূর্বপাশের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাছুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিদ্যালয়ের সকল কার্যক্রম শেষ করে বিকাল ৩টার দিকে কর্মচারীবৃন্দ সকল স্থানে তালা লাগিয়ে বাড়িতে যান। এরপর রাতের কোন এক সময় চোরেরা বিদ্যালয়ের পূর্বপাশের প্রাচীর টপকিয়ে ভিতরে এসে তিন তলায় অবস্থিত পূর্বপাশের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে শেখ রাসেল মাল্টিমিডিয়া ক্লাসরুমের তালা ও প্রধান শিক্ষকের রুমের তালা ভেঙে তার ভিতরে থাকা ১৭টি ল্যাপটপ, ১৭টি চার্জার, ৮টি মাউস, ৫টি কি-বোর্ড, ১টি মেশিনসহ রাউডার, ৩টি ব্যাগ, ১টি রিমোটসহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব জিনিসের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। বুধবার সকাল ৯টার দিকে শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে ভিতরে প্রবেশ করে তিন তলায় গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারে। এ ঘটনায় স্কুলের পক্ষ থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, চুরির ঘটনা শুনেছি। স্কুল কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com