কালিগঞ্জ প্রতিনিধি \ রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রাক সেলের মাধ্যমে কালিগঞ্জে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয়ের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। রবিবার বেলা ১০টায় নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির ডিলারদের মাধ্যমে সুফলভোগী ক্রেতা সাধারণের মাঝে তুলে দিয়ে উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, টিসিবির ডিলারদের থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, মসুর ডাল ৬৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সরকারের নির্দিষ্ট নীতিমালার নিয়মের বাহিরে কাহারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লীষ্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুল ইসলাসহ পরিষদবর্গ।