কালিগঞ্জ প্রতিনিধি \ খাদ্যের নিরাপত্তা, পরিস্কার পরিচ্ছন্নতা, রক্ত স্বল্পতা, অপুষ্টি এবং স্বাস্থ্য সম্মত জীবন যাপনের উপর এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ শংকর কুমার ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য ও পলী চিকিৎসক আব্দুল কাদের প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান। কর্মশালায় সাংবাদিক জনপ্রতিনিধি সমাজসেবক মসজিদের ইমাম স্বাস্থ্য কর্মীসহ ৩৫ জন অংশগ্রহণ করে।