চুকনগর প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় চুকনগর বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক সম ইকবল হোসেন সালাম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি গাজী আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন মিল্টন, মোঃ আবু সাইদ, রতন ঘোষ, রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম মফিজুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহাবুব আলম সোহাগ, তাঁতীলীগ নেতা ইব্রাহিম হোসেন, ফাইমুল ইসলাম জনি, এস এম ইউনুস আলী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম বাবু, বিপ্লব ঘোষ, ইমরান হুসাইন, জুবায়ের আহম্মেদ সুমন, ইয়াসিন হোসেন, সুমন হালদার প্রমুখ। সভা শেষে একটি শুভেচ্ছা মিছিল চুকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।