কৈখালী ইউনিয়ন প্রতিনিধি :বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আকাশলিনা ইকো ট্যুরিজম পার্কে সিনিয়র ইলেকট্রিশিয়ান মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বিদ্যুৎ গ্রাহকদের, নিরাপদ ও ভালো সেবা দেওয়ার উদ্দেশ্য ইলেকট্রিশিয়ানদের শপথ করানো হয়, আগামী বছরের কর্ম পরিকল্পনা, ও ভ্রমণ বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ পূর্বক সভাপতি অনুষ্ঠানটির মূলতবী ঘোষণা করেন । এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান ইসমাইল হোসেন, গোলাম রব্বানী, মোহাম্মদ অলিউল্লাহ সহ আরো অনেকে। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিনিয়র ইলেকট্রিশিয়ান আব্দুস সালাম।