কালিগঞ্জ প্রতিনিধি ঃ সাতক্ষীরা- ৪ কালিগঞ্জের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ,এম গোলাম রেজা’র বিষ্ণুপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বিষ্ণুপুর ইউপি সদস্য আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা। তিনি বলেন আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি ক্ষুধার্ত নই। আমি শুধুমাত্র জনকল্যাণে জীবনের বাকী সময়টুকু নিজেকে বিলিয়ে দিতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোঙ্গর প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। তাহলে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ অবদান রাখবো। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিঃ ইউনুস আলী, এড. এম সোলাইমান, এ্যাডঃ মুনসুর আলী, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধার সন্তান নুরুল ইসলাম, নুরুজ্জামান গাজী, শাহিনুজ্জামান রিপন ,আলম শানা, কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মুকুল বিশ্বাস, সাংবাদিক আব্দুল হাকিম, আটুলিয়া ইউপির নেতা আমিনুর রহমান, সম আবু ঈসা, নাসির উদ্দীন, মাওঃ উমর ফারুক, আবুল বাসার, খায়রুল আলম ও আনছার উদ্দিন প্রমুখ। এসময় বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।