কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে ফারিহা খাতুন নামে ৬ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। রোববার দপুর ১২টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ফারিহা ওই গ্রামের শওকাত আলীর মেয়ে। নিহতের খালু ঈমান আলী জানান, প্রতিদিনের ন্যায় পাশের একটি বাচ্চার সাথে বাড়ীর পাশে খেলা করতে যায় ফারিহা। খেলা করতে করতে বাচ্চা দুটি পুকুরের পানিতে গোসল করতে নামে। গোসল করতে যেয়ে অসাবধানতা বসতঃ একটি বাচ্চা পানিতে ডুবে যেতে দেখে ফারিহা তাকে টেনে তুলতে যায়। তুলতে যেয়ে ফারিহা নিজেই পানিতে ডুবে যায়। তাৎক্ষীনক বেঁচে যাওয়া বাচ্চাটির ডাক চিৎকার শুনে পাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ফারিহাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফারিহাকে মৃত্যু ঘোষনা করেন। শিশু ফারিহার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছেঁয়ে নেমে এসেছে।