ভোমরা প্রতিনিধি ॥ সাতক্ষীরা জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী আশুর লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভোমরা বর্ডার প্রাইমারি স্কুল চত্ত্বরে ভোমরা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মো: আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাজোটের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ’লীগের নেতা এসএম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক শেখ শাহাজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা যুবলীগের আহবায়ক মো: মিজানুর রহমান, ভোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আব্দুল গফুর। এসময় আ’লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।