বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

আরবি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদকে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ ইসলামি বিদ্যাপিঠ হযরত আবুবকর সিদ্দীক (রা) ইসলামীয়া কামিল মাদ্রাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের আগমন উপলক্ষ্যে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কতৃক আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টাই মাদ্রাসা প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ আঃ রাজ্জাক আজহারীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ এসময় তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি মো: হাফিজুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, মুফতি আশরাফুজ্জান অধ্যক্ষ কুষ্টিয়া কামিল মাদ্রাসা, মাও সাখাওয়াত হোসেন অধ্যক্ষ যশোর কামীল মাদ্রাসা, মাও আরিফুল্লাহ গুনাকর কাঠী কামিল মাদ্রাসা মুফতি, আক্তারুজ্জামান অধক্ষ আলিয়া মাদ্রাসা প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার দাখিল, আলীম, কামিল মাদ্রাসার সকল অধ্যক্ষ উপাধ্যক্ষ ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মনিরুল ইসলাম বিলালী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com