শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ডাম্প ট্রাক—অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ বেনাপোল—ঢাকা ও খুলনা—ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষের অভিযোগের তদন্ত চলছে: ডেইলি মেইল রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

কেশবপুর আসনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীদের গণসংযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

কেশবপুর ব্যুরো ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৬ (কেশবপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও ২ জন আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাছেন। এ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থীও নির্বাচনী প্রচারণা চালাছেন। ফলে এ আসনে নির্বাচনী প্রচারণা এখন তুংগে। এদিকে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা তিন ধরায় বিভক্ত হয়ে পড়েছে। অনেক নেতাকর্মী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। জানা গেছে, জাতীয় সংসদীয় আসন-৯০ যশোর-৬ কেশবপুর আসনটি উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন পরিষদের নিয়ে গঠিত। এ সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ যশোর-৬ আসনে আওয়ামীলীগ মনোনয়ন পেয়েছে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি শাহীন চাকলাদার। তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন তিনি কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন। অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, খন্দকার আজিজুল ইসলাম (আজিজ) ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে অবস্থান করছেন। এ ছাড়া, জাতীয় পার্টি প্রার্থী জি এম হাসান দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে প্রচারণা চালাছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার ভোর থেকে গভীর রাত পযন্ত পাড়া, মহল্লা, হাটবাজারে গণসংযোগ করে চলেছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সমান তালে গণসংযোগ করে চলেছেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সাথে স্বতন্ত্র ২ প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বীতা হওয়ার আভাস তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com