কেশবপুর ব্যুরো ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৬ (কেশবপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও ২ জন আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাছেন। এ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থীও নির্বাচনী প্রচারণা চালাছেন। ফলে এ আসনে নির্বাচনী প্রচারণা এখন তুংগে। এদিকে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা তিন ধরায় বিভক্ত হয়ে পড়েছে। অনেক নেতাকর্মী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। জানা গেছে, জাতীয় সংসদীয় আসন-৯০ যশোর-৬ কেশবপুর আসনটি উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন পরিষদের নিয়ে গঠিত। এ সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ যশোর-৬ আসনে আওয়ামীলীগ মনোনয়ন পেয়েছে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি শাহীন চাকলাদার। তিনি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন তিনি কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন। অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, খন্দকার আজিজুল ইসলাম (আজিজ) ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে অবস্থান করছেন। এ ছাড়া, জাতীয় পার্টি প্রার্থী জি এম হাসান দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে প্রচারণা চালাছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার ভোর থেকে গভীর রাত পযন্ত পাড়া, মহল্লা, হাটবাজারে গণসংযোগ করে চলেছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সমান তালে গণসংযোগ করে চলেছেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সাথে স্বতন্ত্র ২ প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বীতা হওয়ার আভাস তৈরি হয়েছে।