কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় নিন্ম আয়ের মানুষের মাঝে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী ও কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, কলারোয়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রথম ধাপে ৮ হাজার ৬২০ জন নিম্ম আয়ের মানুষ ভর্তুকি মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাবে। ৯ জন ডিলারের মাধ্যমে ১৩টি স্থানে প্রত্যেকে মাথা পিছু ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি ক্রয় করতে পারবে। প্রথম ধাপে টিসিবির পণ্য বিতরণ করা হবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। টিসিবি থেকে এই পণ্য বিক্রয় করলে বাজারে এসব পণ্যের দাম কমে আসবে বলে মনে করেন ইউএনও। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পৌরসভার প্যানেল মেয়র শফিউল আজম, মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন প্রমুখ।