বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় চৌমুহনী হাইস্কুলের মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনে নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন তিনি বলেন আমি আপনাদের দেওয়া ভালোবাসায় মুগ্ধ হয়েছি। বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় মূল্যবান ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভূমিকা রাখবেন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের জন্য কাজ করবো। নৌকায় আপনার মূল্যবান ভোট দিয়ে এই জনপদের উন্নয়নে অবদান রাখতে সহায়তা করুন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান।কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আ’লীগের নেতা শেখ আব্দুল্লাহ। সহ চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী।