বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে সরকার নির্ধারিত মুল্যে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে মির্জানগর হাই স্কুল মাঠে বানিজ্য মন্ত্রনালয়ের ট্রাকসেল কার্যক্্রমের আওতায় ৯টি ওয়ার্ডে মানবিক সহায়তা ৪১৬ জন কার্ড ধারির মাঝে এ পণ্য বিক্রয় করা হয়।এ প্যাকেজে প্রত্যেক কার্ড ধারি পেয়েছে ২ কেজি মসুরের ডাল, ২ কেজি চিনি, ২ কেজি সয়াবিন তেল যাহার সরকার নির্ধারিত মুল্য ছিল ৪৬০ টাকা। এ সময় উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমান, ট্যাগ অফিসার আনোয়ার হোসেন, ইউপি সদস্য যথাক্রমে খোরশেদ আলম রিপন, বদরুজ্জামান খোকা, জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন, মর্শেদুল হক, শাহাজান আলী প্রমুখ।