কাশিমাড়ী প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে ডিসেম্বর (রবিবার) সন্ধায় কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগে ০৮ নং ওয়ার্ডের আয়োজনে কাশিমাড়ী কারিকর বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান (দুখী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও কাশিমাড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাক্ষ গাজী শফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা। অন্য কোন প্রতীক নেই। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই থাকতে হবে। নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সব সময় আওয়ামী লীগের পক্ষে ছিল। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইমাম তাজ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সবুর মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, ০৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হক তরফদার, ০৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (খোকন), ০৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলাউদ্দিন সানা সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।