শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপনের নৌকা মার্কার বিশাল নির্বাচনী জনসভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মোকলেছুর রহমান, সোনাবাড়ীয়া (কলারোয়া) থেকে ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়নের সোনাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকাল ৩ টায় সোনাবাড়ীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে নিজ নিজ ব্যানার নিয়ে স্নোগান সহকারে ইউনিয়নদ্বয়ের বিভিন্ন এলাকার আওয়ামীসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকে। বিকালের আগেই জনসভা জনসমুদ্রে রূপ নেয়। জনসভায় অংশ নিতে আসা অনেকের হাতে ছিল নৌকা প্রতীক সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আসে মিছিল। উপচে পড়া নেতাকর্মীরা স্কুল মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী বাজার ও রাস্থায় অবস্থান নেয়া ছাড়াও বক্তব্য শুনতে উঠে পড়েন বিভিন্ন ভবনের ছাদে। দুপুর থেকেই এ জনসভায় ঢল নেমেছে জনতার। এলাকা ছাড়াও বাইরের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দিয়েছে জনসভায়। জনসভাকে কেন্দ্র করে সোনাবাড়ীয়া এলাকায় পরিণত হয়েছে মিছিলের শহর। এ যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলন মেলা। দেখে মনে হয়েছে উপজেলার সব পথ এসে মিশেছে সোনাবাড়ীয়া বাজারে। ‘জয় বাংলা’, ‘নৌকা নৌকা’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। ইউনিয়ন চেয়ারম্যান বেনজির হেলালের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, জেলা নেতা হারুন অর রশীদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, আওয়ামী লীগনেতা জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান,নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাজেদুর রহমান, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, ইউপি চেয়ারম্যান এম এ কালাম, ডালিম,সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, তালা আওয়ামী লীগ নেতা সাংবাদিক মোজাফফর হোসেন, খোরশেদ হোসেন, মীর জাকির হোসেন, জয়নগরের চেয়ারম্যান বিশাখা সাহা,সোহেল রানা, সামছুদ্দীন আল মাসুদ, ইমরান হোসেন,পৌর আওয়ামী নেতা আজিজুল ইসলাম, সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম, শিদ আলী, আওয়ামী লীগ অধ্যক্ষ রবিউল ইসলাম, নেতা,আব্দুল জলিল,আসাদুজ্জামান, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম, সিদ্দেশ্বর বাবু,হাফিজ মাস্টার,সন্দীব রায়, প্রমুখ। এ সময় বক্তারা আগামী ৭ জানুয়ারী সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com