কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় কালিগঞ্জের কৃষ্ণনগরে গত ১জানুয়ারী সোমবার নতুন বছরের বই বিতরণ উৎসব উচ্ছাস, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ শাহাবাজ আলী। বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন কৃষ্ণনগর আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু। রহমতপুর নবযুগ মাধ্যমিক শিক্ষা সোপানে বই বিতরণ করেন প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষক ও সুধিবৃন্দ। আরামনগর নিয়ামতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় বই বিতরণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির নতুন বছরের কার্যক্রম নব উদ্দামে শুরু হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায়, মাও: খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: মহাসিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার জেহের আলী, মাও: নাজমুল আমান, আলহাজ্ব সাকের আলী গাজী,এমদাদুল হক খোকা, এস এম তাজুল হাসান সাদ, মাও সালেহীন আলম,আসাদুজ্জামান, মনোয়ার হোসেন। এছাড়া কিষান মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি স্কুল। রামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোহাম্মদ নগর দাখিল মাদ্রাসা, মানপুর মহিলা দাখিল মাদ্রাসা, রামনগর জামেয়া কাদেরিয়া মাদ্রাসা সহ ইউনিয়নটির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সমূহে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।