কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা সদের অবস্থিত সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে গতকাল সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে ২০২৪ সালের বই বিতরণ উৎসব পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ইউএনও পত্নী ফরিয়া আনজুম নিপা ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহাারুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রনজিত কুমার বাইন, অভিভাবক সদস্য মিজানুর রহমান, শিক্ষার্থী জয়ত্রী মন্ডল, লামিয়া তাসমীম প্রমুখ। অন্যদিকে গ্রামাঞ্চলেও উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ আলী। এসময় প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেনির ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্র ছাত্রীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। অনুরূপ উপজেলার ৭টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।