বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুরিশ অভিযান চালিয়ে চোরাই ভ্যানসহ ২ চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন খান অভিযান চালিয়ে চুরি মামলা নং-০১(০১)/২৪ এর আসামী শ্যামনগরের ছোট কুপট গ্রামের আঃ রউফ গাজীর ছেলে আবু সাঈদ গাজী ও সামছুর সানার ছেলে ছাইদুল সানাকে বেউলা এলাকা হতে চুরি হওয়া ভ্যান সহ হাতেনাতে গ্রেফতার করেন।