শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার ১৫৫নং বুড়াখারাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ ও বিদ্যালয়টির ২ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল পহেলা জানুয়ারী বিকালে শ্রীউলার বুড়াখারাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে মনোরম পরিবেশে পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাও:আবুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বই বিতরণ করেন ও বই বিতরণ শেষে বিদ্যালয় ভবন উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএমডি মোস্তাকিম।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত মিস্ত্রী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী শামসুল আলম, সহ সভাপতি কাশিনাথ গাইন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সম মিজানুর রহমান, শিক্ষিকা শাহনাজ নাজনীন প্রমুখ।এসময় বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কলিমাখালী স: প্রা: বিদ্যালয় সহ শ্রীউলা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।