বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে বই উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১জানুয়ারি সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, স্কুলের ম্যানেজিং কমিটির সকল কর্মকর্তা-সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে অত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সহ-প্রধান শিক্ষক মো. আকতার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বই উৎসব কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অত্র প্রতিষ্ঠানের উপ-পরিচালক বাহাউদ্দিন ফারুকী, প্রতিষ্ঠানের শিক্ষা পরিচালক ড. শেখ শামসুজ্জামান, প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা এ্যাডঃ রবিউল ইসলাম, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক শাহানা হাশিম, শিক্ষক শামসাদ বেগম, শিক্ষক তাহমিনা আক্তার, শিক্ষক দিলারা পারভীন, শিক্ষক হাফিজুল ইসলাম, শিক্ষক সাইদুর রহমান, শিক্ষক ফারহানা ইয়াসমিন, শিক্ষক মেহবুব ইসলাম, শিক্ষক শাহানাজ পারভীন, শিক্ষক ইভা ইয়াসমিন, শিক্ষক তামান্না আফরোজ প্রমুখ।