বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে ২০২৩ সালে ১৩,৫৫০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। যার মধ্যে গর্ভবতী মা-২৬৯ জন, প্রসুতি মা-১১৪ জন, শিশু-৬২৮ জন, সাধারণ রোগী-১২,২৪১ জন, পরিবার পরিকল্পনা সেবাগ্রহণকারী-২৯৭ জন ও নরমাল ডেলিভারী-১ জন। ক্লিনিকে এ স্বাস্থ্যসেবা প্রদান করেন সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ, স্বাস্থ্য সহকারী ভবসিন্ধু মন্ডল ও পরিবার কল্যাণ সহকারী নাজমা পারভীন। এছাড়াও স্বাস্থ্য সেবার পাশাপাশি দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রম বাস্তবায়ন, গরীব রোগীদের বিনামূল্যে মাক্স প্রদান, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন ধরনের জনসচেতনতামুলক স্বাস্থ্য শিক্ষা প্রদান, শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন, নিয়মিত কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সভা, ক্লিনিক চত্ত্বরে সবজি ও ফলজ বাগান তৈরি, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের ক্লিনিক পরিদর্শন, সরকারী নির্দেশনা মোতাবেক বিভিন্ন দিবস ও সপ্তাহ পালন করা হয়েছে। যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত। ক্লিনিকে আগত বিভিন্ন রোগীরা বলেন ক্লিনিকের পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রমের জন্য গ্রামবাসীদের স্বাস্থ্যসেবা নেয়ার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ কমিউনিটি ক্লিনিকমুখী হচ্ছে।