বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

নির্বাচনীয় জনসমুদ্রে, স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট চাইলেন-আতাউল হক দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন এর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামীলীগ ও সদর ইউনিয়ন আ’লীগের আয়োজনে উপজেলার মাইক্রো বাস স্ট্যান্ড চত্বরে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, জনপ্রিতিনিধি ও সর্বস্তরের হাজার হাজার জনসাধারণের জনসমুদ্রের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনে আ’লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট দিন৷ দেশের উন্নয়নকে অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার দরকার৷ যেভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষের পাশে থেকেছি ঠিক তেমনি ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকবো৷ এটা আমার প্রতিশ্র“তি নই, এটা আমার অঙ্গীকার। বিগত সাড়ে ৪ বছর যাবত উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে এসেছি। সাড়ে ৪ বছরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুবিধা, অসুবিধা দেখেছি৷ প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে থেকেছি। তার স্বাক্ষী আপনারা৷ আমাকে নৌকা প্রতিকে বিজয়ী করলে আগামী দিনেও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে। মুক্তিযুদ্ধের সময় সবাই একত্রিত হয়ে যে ভাবে এদেশকে স্বাধীন করেছিলেন তেমনি ভাবে, দলীয় স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগের জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেলিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com