একে সোহাগ, কেশবপুর যশোর থেকে ॥ কেশবপুরে বই উৎসবে ২৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ১৭ হাজার ১২৫ টি বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বই উৎসবের দিনে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কেশবপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সুত্রে জানাগেছে উপজেলায় কিন্টার্স গার্ডেন, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা হলো ২৮৮ টি। এর মধ্যে কিন্টার্স গার্ডেন ১২ টি ,সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫৮ টি, মাধ্যমিক বিদ্যালয় ৬৭ টি ও ইবতেদায়ীসহ দাখিল মাদ্রাসা হলো ৫১ টি। প্রাথমিক বিদ্যালয়ের মোট বই ৮৮ হাজার ৫৯০। কেশবপুরে ৭ টি জুনিয়র সহ মাধ্যমিক বিদ্যালয় হলো ৬৭ টি এবং মোট বই হলো ৩ লাখ ৬০ হাজার ৬৮৫। কেশবপুরে ইবতেদায়ী দাখিল মাদ্রাসায় মোট বই হলো ১ লাখ ৬৭ হাজার ৮৫০। গতকাল সোমবার কেশবপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার হয়েছে। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাংবাদিক সিরাজুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ বজলুর রহমান খান , এস এম সির সদস্য আবুল হোসেন প্রমুখ