স্টাফ রিপোর্টার ঃ উৎসব মুখর পরিবেশে উচ্ছ্বাস ভরা আয়োজনে গতকাল সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই উৎসব (বিনা মুল্যে বই) উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরন এবং তা কোমল মতি শিক্ষার্থীদের হাতে পৌছে দিতে পারার মাধ্যমে সরকারের দায়িত্বশীলতা আর শিক্ষা বান্ধবের বহিঃপ্রকাশ। আগামী দিনের শিক্ষিত, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ বিনির্মানে আজকের শিক্ষার্থীরাই শেষ কথা। তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ও সিলভার জুবলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক উক্ত বই উৎসবে অংশ নেন। নানান ধরনের আলপনা, রং বের রং এর প্লাকার্ড, শিশু বান্ধব ছবি, প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্বাচিত শ্লোগান, মনোগ্রাম সহ শিশু বান্ধব আলোকচিত্র সম্বলিত বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, অতিথি ছিলেন ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ কবীর মাসুম বিল্লাহ সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী উপস্থিত ছিলেন এসএমসি সভাপতি হাসান মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী বলেন, সাতক্ষীরায় অত্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রাথমিকের বই বিতরন কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা সদর সহ প্রতিটি উপজেলায় শিক্ষা অফিস গুলোতে বই প্রেরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর বই প্রেরণ, বিতরন সংখ্যা বিতরন কার্যক্রম সব কিছু তত্ত্বাবধান করছে। তিনি প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন আজকের বই উৎসবে শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক মহোদয়কে পেয়ে শিক্ষা পরিবার সহ শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সকলেই খুশি। এমন আনন্দ ঘন আলোকিত আয়োজনে সহযোগিতা করায় সিলভার জুবিলী মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।