শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি \ অস্বস্তিতে ক্রেতারা আমদানীতে বেশি বেশি অংশগ্রহণ জরুরী \ কৃত্রিম সংকট সৃষ্টি রোধে মনিটরিং জরুরী কুলিয়া ও সখিপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত সখিপুরে চাল শ্রমিক আজিজুলের মৃত্যু সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী শ্যামনগরে কারিতাসের উদ্ভাবিত জুটিনসীট ঘর উদ্বোধন ও হস্তান্তর তালায় তারুণ্যের উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের ক্রিকেট ওফুটবল খেলা অনুষ্ঠিত সাতক্ষীরা টেকনিক্যাল স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সাতক্ষীরায় চিংড়ি চাষের পুকুর প্রস্তুতি কর্মশালা দায়িত্বশীল ও কর্মী শিক্ষা শিবির সভা অনুষ্ঠিত নলতা শরীফে ৬১তম বার্ষিকী পবিত্র ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী

আপনার সন্তানের মেধা আছে সেটি প্রস্ফুটিত করতে হবে বই উৎসবেব পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় বই উৎসব ২০২৪ উদযাপিত হয়েছে। “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক মোঃ রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন উদ্বোধন কালে বলেন, যে দেশে যত বেশি শিক্ষিত সেই দেশ তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা অসম্ভব। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছেন। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে। প্রকৃত মানুষ হিসাবে গড়তে হলে শিক্ষা গ্রহন করতে হবে। প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা বছরের প্রথম দিন বিনামূল্যে শিক্ষার্থীদের বই উপহার দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বের কোন দেশে এমন বই উৎসবের নজির নেই। ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান উন্নতি অবনতি উভয় ঘটতে পারে। পিতা কর্মের জন্য সময় মত সন্তানের খবর নিতে পারে না। সন্তানকে গড়ে তোলার দায়িত্ব একমাত্র মায়ের। আপনার সন্তান কার সাথে চলাফেরা করছে আপনাদের দেখতে হবে। মায়ের সাথে সন্তানের পরম বন্ধন। আপনার সন্তানের মেধা আছে সেটি প্রস্ফুটিত করতে হবে। যোগ্য শিক্ষিত ও দক্ষ করে সম্পদে পরিনত করার চেষ্টা করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান, অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাক, মো: রবিউল ইসলাম, মনোয়ারা বেগম, রাবেয়া খাতুন, রোকসানা আক্তার, অরুন কুমার ঘোষ, জাহাঙ্গীর আলম। এসময় পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় নব নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মীর রফিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com