শিবপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের শিবপুর লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ইউনিয়ন জাতীয়পার্টির আয়োজনে গতকাল বিকালে পরানদহা স্কুল মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান। বক্তব্যে বলেন, আগামী রবিবার নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আশরাফুজ্জামান আশুকে বিজয়ী করতে হবে।