চুকনগর প্রতিনিধি ॥ চুকনগরে দলিত সংস্থা আয়োজনে ও ক্রিষ্টিয়ান এইড বাংলাদেশের সহযোগিতার ডিজিটাল লিটারেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চুকনগর দলিত হাসপাতাল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলিত সংস্থার কর্মসূচী প্রধান বিকাশ দাস। প্রশিক্ষক ছিলেন ডট সাইন্স বাংলাদেশের মোঃ আলমগীর হোসেন ও শামীম হোসেন। উপস্থিত ছিলেন একাউন্টস কাম ফাইনান্স অফিসার কৃষ্ণ পদ দাস, টেকনিক্যাল সাপোর্ট অফিসার মোছাঃ আঞ্জুমানারা আঁখি, কম্পিউটার প্রশিক্ষক বাঁধন পাল ও পবিত্র দাস, তালা উপজেলার সোস্যাল মোবিলাইজার মোঃ ফারুক হোসেন, হাব অপারেটর শাহারিয়ার বাপ্পি প্রমুখ। সভা সঞ্চালনা করেন দলিতের সোস্যাল মোবিলাইজার উজ্জ্বল দাস।