স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের নব নির্বাচিত কমিটির সভাপতি আহম তারেক উদ্দীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১টায় কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, আজকের যারা ছাত্র তাহারাই আগামী দিনের ভবিষ্য। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। একলেজের সাফল্য অর্জনের সুনাম রয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে কমিটি ও সকল শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র কলেজের নব নির্বাচিত সভাপতি ও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহম তারেক উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, আ’লীগ নেতা লায়লা পারভীনর সেজুতি, শিমুল শামস্, এড. জিয়াউর রহমান বাচ্চু, কলেজের গভনিং বডির সদস্য ডা: মো: আনিসুর রহমান, ঘোনা ইউনিয়ন আ’লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, মো: আব্দুল্লাহ সিদ্দীকি, আমিনুর রহমান, শাহাজাহান আলী, প্রমুখ। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইয়ারুল ইসলাম। উল্লেখ্য গত ২০শে ডিসেম্বর ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সর স্বাক্ষরিত এক পত্রে আহম তারেক উদ্দীনকে সভাপতি মনোনিত করা হয়েছে।