স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ভারতীয় ৭০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের নাসির উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী আবুল কালাম গাজী উরফে বকুল (৫৪)। ডিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম বুধবার রাতে কলারোয়া বোয়ালিয়া মহিলা দাখিল মাদ্রাসার পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে ৭০ বোতল ফেনসিডিল সহ আসামী বকুল কে আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।