দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলনের নৌকা বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর ২নং ওয়ার্ডের মীর পড়ায় ১নং ও ২নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত ওয়ার্ড আ’লীগের সভাপতি জিএম শফিউল আজমের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ন আহ্বায়ক আইয়ুব আলী ও জিল্লু রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। আমিনুল ইসলাম বকুল, ইউপি সদস্যা রোজিনা আক্তার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য কামাল সরদার, সাবেক ইউপি সদস্য আকুল মীর, ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছান আলী শাহাজী, সাধারণ সম্পাদক অশোক কুমার ঢালী, বিষ্ণুপুর ইউপি সদস্য খলিল সরদার, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীসহ ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।