স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর আসনে মহাজোটের প্রার্থী আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আ’লীগ ও জাতীয় পার্টির যৌথ আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা গনমুখির মাঠে সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের মহাজোটের লাঙ্গল প্রতীকের জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু। তিনি বলেন লাঙ্গল উন্নয়নের প্রতীক। আগামী রোববার লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি বিজয়ী হলে সাতক্ষীরা সদর আসনের মানুষের কল্যানে কাজ করবো। সকল ভেধাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামী দিনে সকল কে সাথে নিয়ে সাতক্ষীরা উন্নয়নে কাজ করা হবে। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আছাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সহ সাধারন সম্পাদক মো: মশিউর রহমান, সদর সম্পাদক আনোয়ার জাহিদ তপন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: শাহাজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা যুবলীগের আহবায়ক মো: মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: সুমন, চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির নেতা আকরাম হোসেন খান বাপ্পি। এসময় আ’লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে পৌর আ’লীগের নেতা মো: রাশিদুজ্জামান রাশি।