বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অগ্নিকাণ্ডে হাসান সুতা স্টোর নামীয় দড়ি, সুতা, নেট সহ ভ্যারাইটিজ মালামালের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হাওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নূরনগর বাজারে অগ্নিকাণ্ডে দোকান ভস্মিভূত হাওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন এবং সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এজাজ আহাম্মেদ স্বপন, ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, বাজার কমিটির সাধারণ সম্পাদক কাশীনাথ দেবনাথ প্রমুখ। উল্লেখ্য গত ০১/০১/২০২৪ তারিখে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নূরনগর গ্রামের শহিদুল ইসলামের পুত্র মোঃ আবু হাসানের দোকানের সমস্ত মালামাল এবং ক্যাশ বাক্সে রক্ষিত অর্থ সহ মোট ৩৫/৪০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়। এবিষয়ে ভুক্তভোগী দোকান মালিক মোঃ আবু হাসান শ্যামনগর থানায় একটি সাধারণ জিডি করেছে। জিডি নং-৩১।