স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ খুলনা রোড মোড় শাখার উদ্বোধন করা হয়েছে। গত পরশু বিকাল ৫টায় খুলনা রোড মোড় কুরিয়ার সার্ভিসের শাখা অফিসে কুরিয়ার সার্ভিসের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মাশরুকোদ্দোজা নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ উপ ব্যবস্থাপনা পরিচালক এসএ বরকত বাবু। তিনি ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যতিক্রম সেবা মানুষের মাঝে পৌছে দিতে চাই। খুব অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানের পন্য সামগ্রী সহ সকল ধরনের মালামাল পৌছে দেই। মানুষের দুর্ভোগ লাঘবে শাখা অফিস খোলা হচ্ছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ উপ পরিচালক ফজলে হক, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিভাগীয় প্রধান আসলাম পারভেজ মুন্না। এছাড়া সাতক্ষীরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ কর্মকর্তা, কর্মচারী সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিভাগীয় প্রধান আসলাম পারভেজ মুন্না।