শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

আগামী কাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ॥ শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দেবেন ভোটাররা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত রিপোর্ট ॥ দুয়ারে কড়া নাড়ল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রার্থীদের সব ধরনের প্রচার প্রচারনা বিধি অনুযায়ী শেষ। ক্ষন গননার মুহুর্ত, প্রস্তুত ভোটাররা জয় পরাজয়ের নিয়ামক শক্তি ভোটাররা। দীর্ঘ পক্ষকাল ব্যাপী প্রার্থীরা বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা চালিয়েছেন। ভোটারদেরকে আশ্বস্থ করেছেন, দিয়েছেন নানান ধরনের উন্নয়নের প্রতিশ্র“তি, বৃহস্পতিবার ছিল প্রচার প্রচারনার শেষ দিন, সারাদেশে নির্বাচনী আবহাওয়ার সাথে প্রার্থীদের জয় পরাজয়ের হিসাব আগামীকাল ভোট শেষে গননার পর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের বিষয়ে অত্যন্ত সতর্ক নির্বাচন কমিশন। জেলায় নির্বাচন অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করেছেন। রিটার্নিং অফিসার নির্বাচনী আইন মেনে চলার ক্ষেত্রে এবং আচরন বিধি সুসংহত করনে বিশেষ দায়িত্ব পালন করেছে। সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের অধিক্য অনেক বেশী। বিভিন্ন দলের নেতৃবৃন্দ দলের, স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করেছে। সাতক্ষীরার বাস্তবতায় চারটি সংসদীয় আসনের প্রার্থীরা নিজ নিজ কৌশলে অবলম্বন করে প্রচার প্রচারনা চালিয়েছেন। এবারের নির্বাচনে জেলায় চারটি আসনে মোট ৬০২টি ভোট কেন্দ্রে ১৭ লক্ষ ৪৬ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চারটি আসনের মোট ৩০ জন প্রাথী প্রতিদ্বন্দীতা করছেন। যথাক্রমে সাতক্ষীরা ১ আসনে তালা কলারোয়া ফিরোজ আহম্মেদ স্বপন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক, সৈয়দ দীদার বখ্ত জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক, শেখ নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক, সরদার মুজিব স্বতন্ত্র প্রার্থী দোলনা প্রতীক, সুমি খাতুন তৃনমূল বিএনপি সোনালী আশ প্রতীক, এড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি ওয়ার্কাস পার্টি মনোনীত হাতুড়ী প্রতীক, ইর্ঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক, এড. ইয়ারুল ইসলাম কংগ্রেস মনোনীত ডাব প্রতীক, মো: আলমগীর হোসেন মুক্তি জোটের ছড়ি প্রতীক, মো: নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক। সাতক্ষীরা সদর ২ আসনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক, মো: আনোয়ার হোসেন (এনপিপি) মনোনীত আম প্রতীক, মো: আফসার আলী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক, মো: আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক, মো: কামরুজ্জামান বুলু বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নোঙ্গর প্রতীক, মোস্তফা ফারহান তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীক, এনছান বাহার বুলবুল স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক। সাতক্ষীরা ৩ আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক প্রফেসর ডা: আফম রুহুল হক এমপি আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক, মো: আলিফ হোসেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক, মো: রুবেল হোসেন তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীক, মো: আব্দুল হামিদ এনপিপি মনোনীত আম প্রতীক, শেখ তরিকুল ইসলাম বাংলাদেশ সাম্যবাদী দল মনোনীত চাকা প্রতীক, মো: মনজুর হোসেন জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীক। সাতক্ষীরা ৪ আসন শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক এসএম আতাউল হক দোলন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক, এইচএম গোলাম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত নোঙ্গর প্রতীক, আসলাম আল মেহেদী তৃনমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীক, মো: মাহবুবুর রহমান জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক, মো: মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক, মো: শফিকুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীক, শেখ ইকরামুল এনপিপি মনোনীত আম প্রতীক। গতকাল দিন ব্যাপী সাতক্ষীরার চারটি সংশদীয় এলাকার ভোটকেন্দ্রে গুলোতে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্টদের দেখা গেছে। কেন্দ্রের খুটিনাটি পরখ করছেন। তফশীল ঘোষনার পর থেকে সাতক্ষীরায় কোন ধরনের নির্বাচনী সহিংসতা দেখা যাইনি, আচরন বিধি ভঙ্গে তেমন কিছু ঘটেনি, অবশ্য সাতক্ষীরা এক আসনের এক প্রার্থীর আচরন বিধি ভঙ্গের বিষয়টি সামনে এসেছে। জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক সুষ্ঠ শান্তিময় এবং কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সাতক্ষীরার সড়ক সহ নির্বাচন কেন্দ্র এলাকাগুলো আইন শৃঙ্খলা বাহিনীর টহল চোখে পড়ার মত। ভোটাররা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশেই ভোটকেন্দ্রে যাবেন এবং যারযার ইচ্ছামত পছন্দের প্রতিকে ভোট প্রদান করবেন। সব মিলে আগামী কাল দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত শান্তিময় পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী দৃষ্টিপাতকে জানান, সাতক্ষীরায় কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আমরা কোন ঝুকি পূর্ণ অবস্থা দেখছি না। আমাদের স্বক্ষমতা রয়েছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করা। সমগ্র জেলা নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। কোন ব্যক্তির বা গোষ্ঠীর অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে পরিনতি শুভ হবে না। আমাদের গোয়েন্দা তৎপরতা, স্টাইকিং ফোর্স ও মোবাইল টীম সার্বক্ষনিক মাঠে রয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি দৃষ্টিপাতকে জানান, আমরা কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র অনুভব করছি না। কয়েকটা কেন্দ্র গুরুত্বপূর্ণ রয়েছে। সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। ভোটার উপস্থিতি বৃদ্ধির লক্ষে মাইকিং প্রচার ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্বুদ্ধ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে। তার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com