স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব পালনের উপর গতকাল ব্রিফিং করলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান। দ্বাদশ সংসদ নির্বাচনে আজ সকাল হতে ভোট গ্রহন ভোট গননা পর্যন্ত স্ব স্ব কেন্দ্র দায়িত্ব পালনের সর্বশেষ ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার বলেন আপনাদের উপর রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, আইন বিধি মেনে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে বা ভোট গ্রহনের ক্ষেত্রে কোন ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, আইন শৃঙ্খলা সুসংহত থাকবেন, যথাযথ ও সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন। শহীদ রাজ্জাক পার্কে সকাল দশটায় কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনারা রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ আনসার ভাই ভাই একে অপরের সাথে মিলে মিশে দায়িত্ব পালন করবেন। কোন অবস্থাতেই ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মেনে চলবেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানা ওসি মহিদুল ইসলাম সহ পুলিশের অপরাপর কর্মকর্তা। অন্যদিকে সকাল এগারটার পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা (ভোট গ্রহন কর্মকর্তা) প্রিজাইডিং অফিসারের কাছে ভোট গ্রহনের সরঞ্জাম হস্তান্তর করেন। প্রতিটি কেন্দ্রের জন্য পৃথক পৃথক সরঞ্জাম তুলে দেন। এর পূর্বে সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোট গ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন দায়িত্ব পালনে দায়িত্বশীলতার বিকল্প নেই। বিশৃঙ্খলা ও অনিয়ম মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন করবেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, নির্বাচন অফিসার মেহেদী হাসান প্রমুখ। জেলা নির্বাচন অফিসার মো: আতিকুল ইসলাম জানান, সকল কেন্দ্রে সকাল ৮টার মধ্যে ব্যালট পেপার পৌছে যাবে। ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।