বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

সাতক্ষীরায় শান্তীপূর্ণ পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

নির্বাচিত সংসদ সদস্যরা হলেন ঃ সাতক্ষীরা চার এসএম আতাউল হক দোলন, সাতক্ষীরা তিন অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক, সাতক্ষীরা দুই আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা এক ফিরোজ আহমেদ স্বপন
দৃষ্টিপাত রিপোর্ট ॥ কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার চারটি সংশদীয় আসনের দ্বাদশ নির্বাচন শেষ হয়েছে। বেসরকারী ভাবে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন সাতক্ষীরা চার শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক এসএম আতাউল হক দোলন, সাতক্ষীরা তিন দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক, সাতক্ষীরা দুই সদর আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা এক কলারোয়া তালা ফিরোজ আহমেদ স্বপন। সাতক্ষীরা চার আসনে এসএম আতাউল হক দোলন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ১ লক্ষ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এইচএম গোলাম রেজা (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকে ৩৮ হাজার ৮৮ ভোট এবং মো: মাহবুবুর রহমান জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন। সাতক্ষীরা ৩ আসনে অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ১ লক্ষ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আলিপ হোসেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে ১২ হাজার ৪৭৩ ভোট এবং মো: আব্দুল হামিদ (এনপিপি) মনোনীত আম প্রতীকে ৪ হাজার ১৮৩ ভোট পেয়ে ৩য় হয়েছেন। সাতক্ষীরা ২ আসনে মো: আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি (স্বতন্ত্র) ঈগল প্রতীকে ২৭ হাজার ৪৪৭ ভোট এবং মো: আফসার আলী (স্বতন্ত্র) ট্রাক প্রতীকে ৭ হাজার ৭৯৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন। সাতক্ষীরা ১ আসনে ফিরোজ আহম্মেদ স্বপন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ১ লক্ষ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ দীদার বখত জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে ২৬ হাজার ৮২১ ভোট এবং এসএম মুজিবর রহমান স্বতন্ত্র দোলনা প্রতীকে ১৫ হাজার ৭০৮ ভোট পেয়ে ৩য় হয়েছেন। সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। সাতক্ষীরার ভোট কেন্দ্র গুলোতে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসন। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্র সড়ক, ভোটকেন্দ্র এলাকাতে অন্তত পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেনা সদস্যদের টহল, পুলিশের একাধিক টহল, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনী সহ সাদা পোশাকেও দায়িত্ব পালনে তৎপর ছিলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটকেন্দ্র গুলোতে ব্যানার পোষ্টার ছিল চোখে পড়ার মত। নৌকা ও লাঙ্গল প্রতীকের বিপুল সংখ্যক কর্মীদেরকে ভোটার স্লিপ সরবরাহ করতে দেখা যায়। ভোটকেন্দ্র সংলগ্ন এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা থাকায় ভোট কেন্দ্র হতে দূরবর্তী এলাকার স্থায়ী খাবারের দোকান নিয়ে ব্যবসা করেছে ভ্রাম্যমান ব্যবসায়ীরা। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী চারটি সংশদীয় আসনের উল্লেখযোগ্য সংখ্যক ভোট কেন্দ্র পরিদর্শন করেন। কোথাও কোন ধরনের অনিয়মের খবর পাওয়া যাইনি। বিকাল চারটায় ভোটগ্রহন শেষে ভোটগননার কাজ শুরু হয় বিকাল পাঁচটার দিকে চারটি সংশদীয় আসনের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে। ভোট কেন্দ্র গুলোতে ভোট গননার সময়ে প্রতিদ্বন্দি প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনে রাখা হয়। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের স্বাক্ষর নিয়ে ফলাফল ঘোষনা করেন এবং সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর প্রেরন করেন। ভোটগননার সময় উৎসুক ভোটার ও প্রতিদ্বন্দি প্রার্থীদের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। যখনই ঘোষনা আসছিল তখন জয়ী প্রার্থীর সমর্থকদের উল্লাস ছড়াচ্ছিলো। সব ধরনের উদ্বেগ, উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে সাতক্ষীরার ভোটাররা ভোট প্রদান করলেন। তফশিল ঘোষনা, প্রচার প্রচারনা সময় গুলোতে যেমন সাতক্ষীরার আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল গতকাল ভোট গ্রহনের সময় হতে শেষ পর্যন্ত এবং ফলাফল ঘোষনার পরই কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হইনি। নব নির্বাচিত সংসদ সদস্যরা গতকাল রাতে কর্মী সমর্থক ও দলীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেছেন। নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতা কর্মী সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com