স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হয়েছে। সাতক্ষীরায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় গতকাল রাতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি একে একে সাতক্ষীরা ৪ টি আসনের বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সহ সকল প্রার্থীর প্রাপ্ত ভোট ঘোষণা কালে বলেন, সাতক্ষীরায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনী কাজে নিয়োজিত পুলিশ সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। সকল প্রার্থী ভোটার সহ সাতক্ষীরা বাসিকে আমি ধন্যবাদ জানাই। পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, সাতক্ষীরায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনা ফসল। আমরা বিভিন্ন এলাকায় ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসার জন্য আহবান করেছি। কোন প্রকার সহিংসতা ছাড়া সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য সকল প্রার্থী ও ভোটারদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি।এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভূঁইয়া, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শেখ মোঃ হাসেম আলী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেহেদী হাসান, সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।